রাজনীতি

ভোট দেয় একজন জেতে আরেকজন

স্টাফ রিপোর্টার : দেশে ফলাফল পরিবর্তনের নির্বাচন চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্রক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন, এখন ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে।  ভোট দেয় একজন আর  জেতে আরেকজন। মানে মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম।’ আজ শনিবার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দেশের প্রধান দুই দলের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একটি দল রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে চাম্পিয়ন করেছে। অন্য দলটি এসে পরপর চারবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চাম্পিয়ন করেছে। আবার একটি দল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে। অন্য দলটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। একটি দল ভোট ডাকাতি শুরু করেছে। অন্য দল ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না। রাজনৈতিক দল থাকবে না, দেশে রাজনীতিও থাকবে না।দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় মন্তব্য করে জি এম কাদের বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জুলুম, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button