স্বাস্থ্য

বিএসএমএমইউয়ের ১৪ তলার আগুন নিভেছে

 

মেডিকেল রিপোর্টার : অবশেষে বিএসএমএমইউয়ের ১৪ তলার আগুন নিভেছে। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৪ তলায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টা পর নিভেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ১৭ তলা ডি ব্লকের ১৪ তলায় লাগা এ আগুন আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।তবে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় অনেককে তড়িঘড়ি করে নেমে আসেন।সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী থেকে দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে বলে নিয়ন্ত্রণ কক্ষের এসএমএসে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button