লিড নিউজ

নয়া সিইসি কাজী আউয়াল ইসি আলমগীর-আহসান-রাশিদা

 

বিশেষ প্রতিনিধি : নয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।শনিবার বিকেলে তাকে সিইসি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।এছাড়া চারজনকে নির্বাচন কমিশনার (ইসি) করেও প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।

এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদের জন্য যোগ্য ব্যক্তিদের খোঁজার জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে আবেদন করা ৩২২ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। পরে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের নাম জমা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button