জাল টাকার কারখানা ডেমরায়
ডেমরা প্রতিনিধি : রাজধানীর ডেমরা থেকে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধানসহ বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন, মো. মিলন হোসাইন, মো. ইলিয়াস মিয়া, সবুজ আহম্মেদ, মো. সাইফুল ইসলাম ও মো. আলিফ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ টাকা মূল্যমানের তৈরি করা ১ লাখ ২০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, বিপুল পরিমাণে আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির জন্য A 4 সাইজের প্রচুর কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল ইত্যাদি, যা দিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করা সম্ভব।
শুক্রবার (১৮ মার্চ) অভিযানে নেতৃত্ব দেওয়া ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন এসব তথ্য জানান।তিনি বলেন, ডেমরা থানা এলাকায় নিয়মিত ডিউটিতে থাকা এসআই রেজাউল হাসান সংবাদ পান, সারুলিয়া টেংরাস্থ তিনতলা একটি বাড়ির নিচ তলায় কিছু ব্যক্তি জালটাকা তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসার নিচ তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় জাল টাকাসহ টাকা তৈরির সরঞ্জামাদি।