বিনোদন

‘ব্রেকআপ কোনো ব্যাপার না’


বিনোদন রিপোর্ট শহরের সম্ভবত একমাত্র পরিবার; চায় তাঁদের ছেলে টানা দুবছর প্রেম করে তারপর বিয়ে করুক। কিন্তু ছেলের সঙ্গে দুবছর তো দূরের কথা, প্রেম করার দুই মাসের মধ্যে ব্রেকআপ করে সব মেয়ে। এমনই একটি গল্পে এনটিভির ঈদ আয়োজনে নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘ব্রেকআপ কোনো ব্যাপার না’। এই ছেলের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। তাঁর বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাসার ও মিলি বাসার। আর শেষ পর্যন্ত এই ছেলের সঙ্গে যে মেয়ের বাসর হয়, তিনি জান্নাতুল সুমাইয়া হিমি। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসাফির রনি। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে পরিচালক বলছিলেন, ‘গল্পটি সামাজিক প্রেক্ষাপটের। একটি চিরচেনা সমস্যাকে চিহ্নিত করে সেটার সম্ভাব্য সমাধানের চেষ্টা করা হয়েছে নাটকে।’ নাটকের গল্পে এমনটা দেখা যাবে, ৩৬ বার ব্রেকআপ হওয়ার পর নিলয়ের মনে হচ্ছে প্রকৃত মানুষের সাথে ব্রেকআপ করা আসলেই ব্যাপার। সত্যিকারের প্রেমের কোনো ব্রেকআপ হয় না। বাকি গল্প দেখতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button