আন্তর্জাতিক

‘খিচুরি’তে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


আর্ন্তাজাতিক ডেস্ক :’খিচুরি’ তে লবণ বেশি হওয়ার অভিযোগে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শুক্রবার সকালে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভাইন্দর শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মীরা ভাইন্দার-ভাসাই ভিরার একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, নীলেশ ঘোষ (৪৬) নামের ওই ব্যক্তি সকালের নাশতা খাওয়ার পর সকাল সাড়ে ৯ টার দিকে তার স্ত্রী নির্মলাকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করেন। নির্মলার রান্না করা খিচুরি খেয়ে নীলেশ রেগে যান। কারণ নীলেশের দাবি, তাতে লবণ বেশি ছিল। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, স্ত্রীর ওপর রেগে একটি বড় কাপড়ের টুকরো দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন নীলেশ। ঘটনার পরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানায়, এ ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে নীলেশের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার প্রায় একইরকম আরেকটি ঘটনা ঘটে থানের বারোদি এলাকায়। সকালে চা-সহ নাশতা না দেওয়ায় এক নারীকে তার শ্বশুড় গুলি করে হত্যা করেন। ৪২ বছর ওই নারীর পেটে গুলি লাগে। পরে গত শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button