দুই বছর পর জনসম্মুখে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
বিনোদন রিপোর্ট : ব্রিটেনের রাজকীয় জীবন ছেড়ে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর দুই বছর পর এই প্রথম ইউরোপে জনসম্মুখে একসঙ্গে দেখা গেল প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, দ্য ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স নেদারল্যান্ডসের হেগে ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন তারা। জানা গেছে, আফগান যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হ্যারি সামরিক বাহিনীর পঙ্গুত্ববরণ করা সদস্যদের জন্যই এই গেমস চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে তাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের একপর্যায়ে এ দম্পতি একে অপরকে চুম্বন করতেও দেখা গেছে। মেগান তার বক্তব্যে প্রিন্স হ্যারির সমাজসেবামূলক কর্মকাÐের প্রশংসা করেন। তিনি ডিউক অব সাসেক্সকে এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় করে দিয়ে বলেন, “আজকের এই পর্যায়ে আসতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে”। ইনভিকটাস গেমসের পরিকল্পনার জন্য তিনি প্রিন্স হ্যারিকে ধন্যবাদও জানান। প্রিন্স ও মেগান অনুষ্ঠানস্থলে আসার আগমুহূর্তে সেখানে পৌঁছায় ইউক্রেনীয় টিম। ব্যাপক করতালি দিয়ে তাদের স্বাগত জানানো হয়। গেমসে অংশ নিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৯ জনের একটি টিম নেদারল্যান্ডস পৌঁছায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইনভিকটাস গেমসের এবারের পর্বে ২০টি দেশ থেকে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ২২ এপ্রিল শেষ হবে এবারের আসর। করোনা মহামারির কারণে গত দুই বছর গেমসটির আয়োজন স্থগিত ছিল বলে জানা গেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো লন্ডনে ইনভিকটাস গেমস অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসের সঙ্গে হ্যারি ও মেগানের সম্পর্কের স্মৃতি জড়িত। ২০১৭ সালে গেমস চলাকালে প্রথমবারের মতো সাবেক মার্কিন অভিনেত্রীর সঙ্গে প্রিন্স হ্যারিকে জনসম্মুখে দেখা গিয়েছিল।