পল্টন প্রতিনিধি : মাল্টার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া কারবারির নাম মো. আয়াছ। শনিবার মধ্যরাতে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এক মাদক কারবারি শান্তিনগরে গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছেন বলে জানতে পারি। পরে সেখানে এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা দেখতে পাওয়া যায়। মাল্টার ভেতরে তিনি বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।