নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল ইসলাম (২৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। নিহতের শ্বশুর ফেরদৌস ভ‚ঁইয়া জানান, জাহিদুল সাভার থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলো। গতরাতে দুই মোটরসাইকেলে চার বন্ধু মিলে মাওয়া ফেরিঘাটে যাওয়ার সময় সিরাজদিখানের একটি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত জাহিদুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সেথিকান্দা গ্রাম। তার বাবার নাম জসীম উদ্দীন (মৃত)। স্ত্রী ফারজানা আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সাভার এলাকায় থাকতো জাহিদুল।