ভারতে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত বড়েছে ৯০ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে একদিনের ব্যবধানে সংক্রমণ বড়েছে ৯০ শতাংশ। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জনের এবং মারা গেছেন ২১৪ জন। এর একদিন আগে অর্থাৎ রোববার আক্রান্ত শনাক্ত হয়েছিল ১ হাজার ১৫০ জন এবং এর বিপরীতে মারা যায় মাত্র ৪ জন।অর্থাৎ রোববারের তুলনায় সোমবার সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ। দেশটির রাজধানী দিল্লিতে কোভিড ১৯ সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫১৭ জন। যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১৮৬ কোটি ৫৪ লাখেরও বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৬১ হাজারের বেশি।