আন্তর্জাতিক

রুশ সেনাদের গুলিতে ৪ ইউক্রেনীয় নিহত


আন্তর্জাতিক ডেস্ক : লুহানস্ক অঞ্চলের প্রধান সেরহি হাইদাই বলেছেন, ক্রেমিন্না শহর থেকে পালানোর সময় রুশ সেনাদের গুলিতে চার ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে লুহানস্কের আঞ্চলিক প্রধান এ কথা বলেন। খবর বিবিসির। তিনি অভিযোগ করে বলেন, একটি গাড়িতে করে শহর ছেড়ে পালিয়ে যেতে চাওয়া বেসামরিক নাগরিকদের দিকে গুলি ছোড়ে রুশ সেনারা। টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার জন্য কোনো মানবিক করিডর নেই। হাইদাই জনগণকে সতর্ক করে এক বিবৃতিতে বলেন, যেখানে আছেন সেখান থেকে বের হয়ে আসবেন না। ক্রেমিন্না থেকে পালানোর চেষ্টা করবেন না, এটি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, রাশিয়ানরা শহরের ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে এবং লড়াই এখনও চলছে। ফলে শহর থেকে এখন কাউকে নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব। ২৪ ফেব্রæয়ারি রাশিয়া দোনবাস অঞ্চলের রক্ষায় ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকে কিয়েভসহ দেশের বিভিন্ন এলকায় লাগাতার হামলা চালিয়ে এখন পূর্বাঞ্চলকে লক্ষ্যবস্তু বানিয়েছে মস্কো।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button