আন্তর্জাতিক

দুইদিনের সফরে ভারতে বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের ভারত সফরে গতকাল বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এনডিটিভি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন। দুই নেতার বৈঠকে পারস্পারিক বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে তার হোটেলে রোডশো দিয়ে সফর শুরু করেন তিনি। শহরে তিনি গান্ধী আশ্রম পরিদর্শন করবেন। পরে গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটি, গান্ধীনগরের অক্ষরধাম মন্দির এবং ভাদোদরা শহরের কাছে হালোলে জেসিবি কোম্পানির একটি প্ল্যান্টে যাবেন। তিনি রাজ্যের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গত বুধবার জনসন জানান, তার এই সফরটি যুক্তরাজ্য-ভারত সম্পর্ককে আরও গভীর করবে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button