আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও ২২ অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে আরও ২২টি অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাজ্য। ইউক্রেন সরকারের অনুরোধের পর এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য ২০টি অ্যাম্বুলেন্স পাঠানোর কয়েক সপ্তাহের মধ্যে আবারও এ সহায়তার কথা জানালেন বরিস জনসন। এদিকে, গণহত্যা মোকাবিলায় ইউক্রেনীয় চিকিৎসক, সেবিকা ও প্যারামেডিকদের প্রশিক্ষণের জন্য চিকিৎসা সহায়তাভিত্তিক দাতব্য সংস্থা ইউকে-মেডকে তিন লাখ পাউন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, যুক্তরাজ্য থেকে এরইমধ্যে ৪০টির বেশি ফায়ার ইঞ্জিন ইউক্রেনে পৌঁছেছে। এর আগে যুদ্ধে ইউক্রেনের ১০০টির বেশি ফায়ার স্টেশন এবং ২৫০টির বেশি ফায়ার ইঞ্জিন ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button