লিড নিউজ

পাচার হওয়া অর্থ ‘বিনা প্রশ্নে’ আনা যাবে বাংলাদেশে

 

 

 

বিশেষ প্রতিনিধি : পাচার হওয়া অর্থ ‘বিনা প্রশ্নে’ আনা যাবে বাংলাদেশে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, পাচার হওয়া অর্থ নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে ‘বিনা প্রশ্নে’ তা ফেরানোর সুযোগ দিতে বাজেটের আগেই ঘোষণা আসতে পারে। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন সময়ে যেসব টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে, আমরা বিভিন্নভাবে এসব টাকা ফেরতের সুযোগ দিতে অ্যামনেস্টি দিচ্ছি, যাতে টাকাগুলো আমাদের দেশে ফিরে আসে, এটাই আমাদের উদ্দেশ্য।বাজেটে এ বিষয়ে ঘোষণা থাকবে কিনা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, বাজেটের আগেই আমরা চেষ্টা করছি ঘোষণাটা দেওয়ার জন্য।

তিনি বলেন, এ বিষয়ে যখন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা বাংলাদেশ ব্যাংক থেকেই হবে। বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলেশন করবে, সেখান থেকে আপনার জানতে পারবেন।অর্থমন্ত্রী বলেন বিভিন্ন চ্যানেলে চলে গেছে আমাদের টাকা। এগুলো ফেরত আনার জন্যই এ সমস্ত উদ্যোগ। এ ধরনের ‘অ্যামনেস্টি’ অনেক দেশেই দেওয়া হয় বলে মন্তব্য করলেও দেশ থেকে কত টাকা পাচার হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি অর্থমন্ত্রী। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কত টাকা গেছে? এ ধরনের ধারণা আমি দিতে পারব না। তবে কারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে পারবে, আগামী বাজেটে তার স্পষ্ট ধারণা দেওয়া হবে।

 

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button