৮ বিভাগের খবর

সীতাকুন্ডে বিস্ফোরণে ২টি তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনী ব্যবস্থা

 

 

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে বিস্ফোরণে ২টি তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি করে মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার পর রিপোর্ট পেলেই আইনের বিষয়গুলো স্পষ্ট হবে। যদি কোনো আইনি কার্যক্রম গ্রহণ করার থাকে, তাহলে অবশ্যই সেই আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেছেন, এত ফায়ার ফাইটার কোনো উদ্ধার কাজে গিয়ে আগে মারা যাননি। এ দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদের প্রতি সমবেদনা।ড. বেনজীর আহমেদ বলেন, শ্রমিক, পুলিশ ও ফায়ার সদস্য যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের চিকিৎসা কার্যক্রম চলছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দ্রুত উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করছি। এখন ও ধোয়া নির্গত হচ্ছে। অতএব স্থানটি এখনও নিরাপদ নয়। আশা করছি, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজটি শেষ করতে পারব। এরপর আইজিপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে যান।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button