লিড নিউজ

উত্তাল পদ্মা থেকে ২২ জনকে বাঁচালেন সিনিয়র সচিব অপু

 

 

স্টাফ রিপোর্টার : উত্তাল পদ্মা থেকে ২২ জনকে বাঁচালেন সিনিয়র সচিব অপু। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন দেখতে এসে উত্তাল পদ্মায় নৌকা ডুবে যায় তাদের। ডাক-চিৎকারে কেউ এগিয়ে আসেনি। মাঝ নদীতে ভাসছিলেন তারা। এমন সময় এগিয়ে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু। তিনি উত্তাল পদ্মা থেকে একে একে ২২ জন যাত্রীকে উদ্ধার করেন। গত শনিবার (২৫ জুন) পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিড বোট নিয়ে ফেরার পথে মাঝ নদীতে যাত্রীদের ভাসতে দেখেন কবির বিন আনোয়ার। এরপর তিনি জীবনের মায়া ত্যাগ করে উদ্ধার অভিযান শুরু করেন। জানা যায়, প্রবল স্রোতের কারণে একজন ভেসে যাওয়ায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এরা সবাই ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে এসেছিলো।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিড বোট নিয়ে পদ্মা নদী পার হওয়ার সময় দেখতে পাই, নদীর মাঝখানে নৌকা ডুবে বেশ কিছু লোক বাঁচার জন্য আর্তনাদ করছে। এসময় আমি তাদেরকে উদ্ধার করি।তিনি বলেন, তিনজনের অবস্থা খারাপ হওয়ায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আমি খোঁজ নিয়ে জানতে পারি তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button