আন্তর্জাতিক

বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যহত রাখবে চীন: ওয়াং ই

 

কূটনৈতিক রিপোর্টার :  কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যহত রাখবে ও আন্তর্জাতিক ফোরামগুলোতে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন এবং উন্নয়ন সহায়তা অব্যহত রাখবে চীন। রবিবার (৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।চীনা পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে।

ওয়াং ই আরও বলেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও চীন বাংলাদেশকে সহযোগিতা করবে। জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চান।জবাবে চীনা মন্ত্রী বলেন, তার দেশে আশা করে এই সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। এই ইস্যুতে যদি ত্রিপক্ষীয় হস্তক্ষেপের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন ভূমিকা পালন করবে। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী।এ প্রসঙ্গে শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুত্বকে মূল্য দেয়। কোভিড-১৯ এর সময় বাংলাদেশে এসে ফিরতে না পারা শিক্ষার্থীদের চীন যেতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button