৮ বিভাগের খবর

দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে-ডিবি প্রধান হারুন

 

কিশোরগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার কারণ হচ্ছে জাতি আজ সঠিক ইতিহাস পেয়েছে।রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ৩৫ জন পুলিশ সদস্য বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর খুনিদের ধিক্কার জানিয়ে ডিআইজি হারুন বলেন, এক সময় তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে ঢাকা শহরে তাকে কবর দেয়া যাবে না, অজপাড়া গায়ে টুঙ্গিপাড়ায় কবর দিলে সেখানে কেউ যাবে না। এভাবেই ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল তারা।কিন্তু আজকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুণ্যভূমিতে পরিণত হয়েছে, তীর্থ ভূমিতে পরিণত হয়েছে।ডিবি প্রধান হারুন বলেন, বাংলাদেশে আজ ব্যাপক উন্নয়ন হয়েছে। কারণ আজকে আমরা সত্যিকার ইতিহাস পেয়েছি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড.জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ, সাবেক পুলিশ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আ.লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, পৌর মেয়র পারভেজ মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোস্তাক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আল আমিন হোসাইন,জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আ.লীগের ধর্ম সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সদর উপজেলা আ.লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, শহীদী মসজিদের পেশ ইমাম মাওলানা আনজার শাহ, পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। বিকালে জেলা পুলিশ লাইন মাঠে বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এ সময় বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button