বিশেষ প্রতিবেদন

দেশীয় আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে প্রকৌশলীদের সোচ্চার থাকতে হবে:

প্রতিনিধি সম্মেলনে আইডিইবির বক্তারা-

 

স্টাফ রিপোর্টার : দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের সোচ্চার থাকার আহবান জানিয়েছেন, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) জেলা ও সাংগঠনিক জেলা এবং সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলনে তাঁরা এ আহবান জানান।

গত বৃহস্পতিবার থেকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন ও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের সোচ্চার থাকতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই, তাই দক্ষ মানবসম্পদে ডিপ্লোমা প্রকৌশলীরা নিজেদের শামিল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

 

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button