জাতীয়

আগামীকালই ২২তম প্রেসিডেন্ট হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে

  •   দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সকালে আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে মনোনয়পত্র জমা দিয়েছেন তিনি। এসময় সাংবাদিকরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, `সবকিছু আল্লাহর ইচ্ছা। সব সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’ গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, `আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।’   আজ সকালে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের পক্ষ থেকে সাহাবুদ্দিন চুপ্পুর নাম প্রস্তাব করে মনোনয়ন জমা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেয়ার আজই শেষ দিন। প্রেসিডেন্ট পদে আর কোন দল মনোনয়নপত্র জমা না দেয়ায় আগামীকালই দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।  সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন।  ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারা বরণ করেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।  ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত কমিশনের প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।  ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেয়ার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হন তিনি।  তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button