জাতীয়

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে বেশকিছু ঘর। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বনানীর এই বস্তিতে আগুন লাগার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে ছয়টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে। পরে তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বস্তির বেশকিছু কাঁচা ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাব কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গত শতকের নব্বইয়ের দশকে গড়ে তোলা হয় কড়াইল বস্তি। বিশাল এই বস্তিতে প্রায় ৪০ হাজার ঘর রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button