পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। আজ শুক্রবার দুপুর ২টার পর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরের শেরে বাংলা পার্ক মোড়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিক্ষোভকারী খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসুল্লিদের দাবি, আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সম্প্রদায়ের বার্ষিক সালানা জলছা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।শুক্রবার জুম্মার নামাজ শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্ক মোড়ে জড়ো হয়। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে মুসুল্লিদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের উপর ব্যাপক ইট-পাটকেল ছুড়ে।
পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। তিন ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধসহ সড়ক মহাসড়কের পথচারীরাও অবরুদ্ধ হয়ে পড়ে।এদিকে, বিক্ষুব্ধ মুসুল্লিরা আহমদিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগসহ একাধিক বাড়িতেও আগুন দেয়। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। ঘটনার সময় পুলিশ কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আহমদিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সালানা জলসা বন্ধের আহ্বান করলে তারা তা বন্ধ করতে সম্মত হয়। তবে বিক্ষুব্ধরা এখনো শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আহমদ নগর এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া আহমদিয়া সম্প্রদায়ের তিনদিন ব্যাপী বার্ষিক সালানা জলসা শুক্রবার রাতেই বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে। প্রতি বছরের মত এবারও জেলা শহরের আহমদ নগর এলাকায় শুক্রবার সকাল থেকে তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয়।