অপরাধ

২০৪ কোটি পাচারকারী হুন্ডি আবুর জামিন

 

কোর্ট রিপোর্টার : ২০৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সিআইডির করা মামলায় চট্টগ্রামের সোনা চোরাকারবারি আবু আহম্মদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১০ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে রুলসহ জামিন দেন।সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য আমরা নোট দিয়েছি।

আবু আহম্মদ চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনিসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ মার্চ চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ২০৪ কোটি টাকা পাচারের মামলা করে।মামলায় বলা হয়, আসামিরা কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ চোরাচালান, চোরাই এবং অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২০৪ কোটি টাকার পাচারের অর্থ দিয়ে গাড়ি, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button