খেলাবিশেষ প্রতিবেদন

বাফুফে সোহাগ আমাদের ভাবমূর্তি সঙ্কটে ফেলেছে- আমরা লজ্জিত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার/টঙ্গী প্রতিনিধি : সম্প্রতি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাবিনাদের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমার সফর বাতিলের পর ক্রীড়া প্রতিমন্ত্রী সোহাগের ওপর বেশ চটেছিলেন।

তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাঁচ দিন পরই ফিফা থেকে বাফুফে সাধারণ সম্পাদকের ওপর নিষেধাজ্ঞা এসেছে।শনিবার (১৫ এপ্রিল) টঙ্গীর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, তারা যে আমাদের ভাবমূর্তি সঙ্কটে ফেলেছে, এতে আমরা খুবই লজ্জিত।

প্রতিমন্ত্রী বলেন, অনেকেই সোহাগের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, আমাদের হস্তক্ষেপের কারণে যদি আরও বড় ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না।

ফিফা যদি অনুরোধ করে, তাহলে অবশ্যই অধিকতর তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব। তবে ফুটবলের ওপর আমরা কোনোভাবেই অযাচিত হস্তক্ষেপ করবো না।প্রতিমন্ত্রী বলেন, একদিকে বাংলাদেশ সৌভাগ্যবান যে, ব্যক্তির ওপর দিয়ে নিষেধাজ্ঞা এসেছে। ফুটবল ফেডারেশনের ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button