আন্তর্জাতিক

‘কোরামিনে’ দৌড়ঝাপ কমেছে কূটনীতিকদের

 

বিশেষ প্রতিনিধি : অবশেষে কূটনীতিকদের ‘রাজনৈতিক কোরামিনে’ কাজ হয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাপ কমেছে। তাছাড়া নির্বাচনকালীন সরকার নিয়েও তাদের সুর এখন নরম। নির্বাচন কিভাবে আয়োজন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলছেন।

তারা কেবল সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার প্রত্যাশা করেন।আগামী জাতীয় নির্বাচন নিজেদের প্রয়োজনেই অবাধ ও সুষ্ঠু করার তাগিদ আন্তর্র্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও দেশের সাবেক কূটনীতিকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন,বিদেশী বিনিয়োগ বাড়াতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ জরুরি।

বাংলাদেশর নির্বাচন ব্যবস্থা নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকির বিস্ফোরক মন্তব্য আলোচনার জন্ম দেয়।পশ্চিমা কূটনীতিকরাও যতটা সোচ্চার হয়ে ওঠে এখন তা নেই। ঢাকায় জাপানের বর্তমান রাষ্ট্রদূত কিমিনোরি জানান, এদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে জাপান নাক গলাবে না। বরং এদেশের উন্নয়নের অংশীদার হতে চায় তার দেশ।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সবদলের অংশগ্রহণের কথা বললেও, এখন তারাও বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দেশের অংশীদারিত্ব সংলাপের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের বিষয়টিতেই জোর দেয়া হয়।

এদেশের জাতীয় নির্বাচন নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর এমন সব মন্তব্য তাদের অবস্থানের পরিবর্তন কিনা? এ প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির জানান, দেশের অগ্রযাত্রা ধরে রাখতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। বিষয়গুলোকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় না ভাবারও পরামর্শ তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button