বিমান-সিভিল-এভিয়েশনবিশেষ প্রতিবেদন
শাহজালালে ডাস্টবিনে সাড়ে ৫ কোটি সোনা
শাহজালার প্রতিনিধি : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণে আনুমানিক মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। সোমবার (১২ জুন) এ সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, কাতার থেকে আসা ওই বিমানে স্বর্ণ চোরাচালান হচ্ছে বলে গোপন সূত্রে জানতে পারে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। বিমান অবতরণের পর তাৎক্ষণিকভাবে বিমানটি তল্লাশি করা হয়। তথ্য অনুযায়ী ডাস্টবিনেও তল্লাশি চালানো হয়। ওই ডাস্টবিনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী জামাল ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এক পর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। বোর্ডিং সংলগ্ন ময়লার স্তূপ থেকে কালো টেপে মোড়ানো দুটি ধাতব বস্তু বের করে দেন। পরে সেটি খুলে ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ হাজার ৯শ ৬০ গ্রাম। আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। আটককৃত কর্মীর বিরুদ্ধে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।