ঢাকাসহ সারাদেশে ঈদুল আজহা পালিত
![](https://dainiksottokothaprotidin.com/wp-content/uploads/2023/06/eid-adha-780x470.jpg)
ডেস্ক রিপোর্টার : রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আজ বৃহস্পতিবার (২৯ জুন) উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সারা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ এ ধর্মীয় উৎসবের প্রধান দিক হলো আল্লাহর সন্তুষ্টির আশায় প্রিয় বস্তুকে কোরবানি দেওয়া। এ জন্য পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।
সকাল থেকে রাজধানীতে বৃষ্টি ঝরছে। আর এই বৃষ্টি মাধায় নিয়ে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। গতকালও এই বৃষ্টির ধারা অব্যাহত ছিল। এই ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সারা দেশের পশুর হাটগুলোতে চলছে কেনা-বেচা।
এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, ঈদের দিনও সব বিভাগে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে এখন বৃষ্টি থাকলেও ঈদের দিন তা কিছুটা কম হতে পারে।
ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী
ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
সারাদেশে ঈদুল আজহা
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ভোর থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি থাকায় জায়নামাজ আর ছাতা নিয়েই নামাজে অংশ নেন মুসুল্লিরা। জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন মুসুল্লিরা।
চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া এমএ আজিজ স্টেডিয়াম এবং সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে আলাদা আলাদা জামাত হয়েছে।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, মেয়র আরিফুল হক চৌধুরী ও নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সাধারণ মানুষ।
রাজশাহীতে হযরত শাহ মখদুম (রহ:) দরগা মসজিদে নামাজ আদায় করে পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রশাসনের কর্মকর্তাসহ মুসুল্লিরা।
রংপুরে বৃষ্টির কারণে ঈদুল আযহার প্রধান জামাত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মসজিদে অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে কেন্দ্রিয় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হয়।
বরিশালের বান্দরোডের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহসহ মুসুল্লিরা।খুলনায় প্রধান জামাত হয়েছে নগরীর টাউন জামে মসজিদে। মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
মাদারীপুরের কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডক্টর আবদুস সোবহান গোলাপ।
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি।মুষলধারে বৃষ্টির মধ্যেও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত হয়েছে। এছাড়া সারাদেশের মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন মুসুল্লিরা।