জাতীয়

প্রধানমন্ত্রী’র সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে-টুইটে উজরা জেয়া

 

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক নিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গণভবনে বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন উজরা জেয়া।

টুইটে উজরা জেয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতার প্রশংসা এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

চার দিনের সফরে গত মঙ্গলবার উজরা জেয়া বাংলাদেশে আসেন। নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর উজরা জেয়া যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন উজরা জেয়া।

উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট খবর

Back to top button