বিশেষ প্রতিবেদন

সিনিয়র সচিব হলেন আইজিপি

 

 

 

বিশেষ প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত মোট দেড় বছরের জন্য সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছে।চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, গত ১১ জানুয়ারি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে চুক্তি ভিত্তিতে পুলিশ প্রধানের পদে রেখে দেয় সরকার।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button