ডিএমপির কমিশনার হচ্ছেন হাবিবুর রহমান
শফিক রহমান : সব কিছু ঠিকঠাক থাকলে হাবিবুর রহমানই হচ্ছেন ডিএমপির নয়া কমিশনার। প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে এ বিষয়ে কার্যকরী নির্দেশনা ও পদক্ষেপ নিয়েছেন বলে বিশেষ সূত্র দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানিয়েছেন। বিশেষ সূত্র বলেছে, একজন বিশ্বস্ত চৌকস নিষ্ঠাবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে হাবিবুর রহমানের গ্রহণযোগ্যতা কে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী।
তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মত দক্ষ বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে।
জানা গেছে, আগামী ১ অক্টোবর চাকরি জীবনের ইতি টানবেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। পুলিশে গুরুত্বপূর্ণ পদটিতে আসীন হতে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার চার কর্মকর্তা জোর লবিং করছিলেন। শেষমেষ সকল কে টপকে বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানই ডিএমপির নয়া কমিশনার হচ্ছেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত রবিবার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র গেছেন। এর আগে তিনি গত বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনার হিসেবে হাবিবুর রহমানের নিয়োগ চূড়ান্ত করেছেন। অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত।
২০২২ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান খন্দকার গোলাম ফারুক। আগামী ১ অক্টোবর তিনি অবসরে যাচ্ছেন। ডিএমপি কমিশনার হতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চৌকস কর্মকর্তা মাহাবুবর রহমান, সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার প্রধান ওয়াই এম বেলালুর রহমান তৎপরতা অব্যাহত রেখেছেন।পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল বলেছেন, ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান পরবর্তী কমিশনার নিয়োগ পেতে যাচ্ছেন তা নিশ্চিত।