৮ বিভাগের খবর

কনটেইনারে ফের বিদেশ

সিঙ্গাপুর গিয়েও পাকড়াও ড্রাইভার লিটন

 

 

 

চট্টগ্রাম বন্দর প্রতিনিধি : জাহাজের কনটেইনারে বিদেশে যাওয়ার সময় ট্রাকচালক শেষমেষ আটক হয়ে এখন পুলিশের হেফাজতে। এর আগে গত বছর একইভাবে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পেনাং বন্দরে যাওয়া একটি কনটেইনার খুলে একটি মরদেহ উদ্ধার করেছিল মালয়েশিয়ার পুলিশ।সেই থেকে সকলেই সাবধানতা অবলম্বন করে আসছিল। এ পর্যায়েই ধরা পড়ে লিটন।

জানা গেছে, ট্রাকচালক লিটন বন্দরে ঢুকে ‘এমভি হাইয়ান ভিউ’ জাহাজের পেছনের রেলিং বেয়ে জাহাজের খালি কনটেইনারে ঢুকে লুকিয়ে ছিল। পরে পানি ও খাবারের খোঁজে তিনি কনটেইনার থেকে বের হলে তাকে জাহাজের ক্রুরা আটক করে জাহাজের ক্যাপ্টেনকে জানায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশি জাহাজে থাকা খালি কনটেইনারে করে বিদেশে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন এক ট্রাকচালক।ওই ট্রাকচালককে আটকের পর গতকাল শুক্রবার থানায় হস্তান্তর করা হয়েছে । বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, গ্রেপ্তার লিটন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর থানার বাসিন্দা।

মামলার এজাহার সম্পর্কে ওসি বলেন, ‘জাহাজ ছেড়ে গেলে সাগরে জাহাজের ক্রুরা লিটনকে দেখতে পেয়ে হেফাজতে নেয়। পরে তাকে নিয়ে জাহাজটি আবার সিঙ্গাপুর থেকে গত ৫ অক্টোবর বিকেলে বন্দরে ফিরে আসে। পরে জাহাজের মাস্টার লিটনকে বন্দরের কাছে সোপর্দ করে।’

তিনি বলেন, ‘খালি কনটেইনার বন্দরে তিন ধাপে যাচাই-বাছাই করার পরও এভাবে বিদেশে যাওয়া ঠেকানো যাচ্ছে না। ফলে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।’ ট্রাকচালক লিটনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।

মামলার এজাহারে বলা হয়, লিটন মোল্যা পরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর সকালে ভোটার আইডি, ছবি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে বন্দর গেইট পাস পাওয়ার আবেদন করেন। তার কাগজপত্র যাচাই-বাছাই করে বন্দরে প্রবেশের কার্ড ইস্যু করে কর্তৃপক্ষ।

পরে লিটন বন্দরে ঢুকে ‘এমভি হাইয়ান ভিউ’ জাহাজের পেছনের রেলিং বেয়ে জাহাজের খালি কনটেইনারে ঢুকে লুকিয়ে থাকে। পরে পানি ও খাবারের খোঁজে তিনি কনটেইনার থেকে বের হলে জাহাজের ক্রুরা তাকে আটক করে জাহাজের ক্যাপ্টেনকে জানায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button