৮ বিভাগের খবর

বাইক নামে মৃত্যুদূত-এক মাসে না ফেরার দেশে ৪১৭

 

 

স্টাফ রিপোর্টার : দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, ১১৮ জন। সড়ক দুর্ঘটনায় গত মাসে সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে, ২৭ জন। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু তার প্রায় ৪৩ শতাংশ ঘটেছে মোটরসাইকেলের কারণে। শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় গত মাসে মারা গেছেন ১৭২ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার এমন চিত্র উঠে এসেছে। সংগঠনটির পক্ষে এ–সংক্রান্ত প্রতিবেদন আজ শনিবার রাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪০২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে, ১১৪টি। আর সবচেয়ে কম দুর্ঘটনা সিলেট বিভাগে, ২৫টি।

সড়কের পাশাপাশি গত মাসে রেলপথে ৪৯টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ সময়ে নৌপথে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন তিন জন।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়ক দুর্ঘটনার মধ্যে ৬২ দশমিক ১৮ শতাংশই গাড়ি চাপা দেওয়ার ঘটনা। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে করে তারা বলছে, সেপ্টেম্বর মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৬ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২৭ দশমিক ৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে হয়েছে। আর মোট দুর্ঘটনার ৫ দশমিক ৪৭ শতাংশ ঢাকা শহরে হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর বিষয়টি। এ ছাড়া উল্টোপথে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, ট্রাফিক আইনের অপপ্রয়োগ ও দুর্বল প্রয়োগ, ট্রাফিক বিভাগে অনিয়ম–দুর্নীতি।

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে আরও এসেছে, বর্ষায় সড়ক–মহাসড়কে ছোট–বড় গর্ত তৈরি হওয়া; মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার যানের চলাচল সড়ক–মহাসড়কে বেড়ে যাওয়ার মতো বিষয়গুলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button