রাজনীতি

ঢাকা থমথমে সর্বত্র তল্লাশি

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগ ও বিএনপির ২৮ অক্টোবর সমাবেশ কে কেন্দ্র করে ঢাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার রাজধানীর সবগুলো প্রবেশ পথে তল্লাশি অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকায় প্রবেশের পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। রাজধানীর স্পর্শকাতর বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সমাবেশের সময় বা এর আগে পরে কেউ কোন নাশকতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার সকাল থেকেই আমিনবাজার, বাবুবাজার ব্রিজ ও যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে এমন তল্লাশি চলে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্নস্থানেও চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আমরা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, থানা পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন জায়গায় সচেতন রয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এটা আমাদের রুটিন ওয়ার্ক। এখন যেহেতু সমাবেশ, আমরা বিভিন্ন দিকে যাতায়াত একটু বাড়িয়ে দিয়েছি।

ডিএমপির কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া জামায়াতে ইসলামী কোন সমাবেশ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। সমাবেশের নামে তারা যাতে কোন নাশকতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, লক্ষ লক্ষ মানুষ যে ঢাকায় ঢুকবে, এর মধ্যে কোনো পক্ষের না এমন লোকও তো থাকতে পারে। তৃতীয় কোনো পক্ষ, দেশকে ঝুঁকিতে ফেলার জন্য তারা কোনো কাজ করতে পারে। সে কারণেই আমাদের টহল পার্টি জোরদার আছে এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গার মেস এবং অন্যান্য জায়গাগুলোতে তল্লাশি করছে। কোনো ধরনের মামলার আসামি আছে কি না, কোনো ধরনের ওয়ারেন্টের আসামি আছে কি না তা দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের তিনটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাসিয়ে চালানো হচ্ছে বাড়তি নজরদারি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button