বিশ্বকাপকে পাদানি-ভারতে আসামী মার্শ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে পাদানি বানানোর খেসারতে এবার ভারতে আসামী হলেন মার্শ। পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট এই মামরা দায়ের করেন। তার অভিযোগ, মার্শ পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রেখে ছবি তুলে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন।
ঘরের মাঠে ভারতকে কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তোলে তারা। তবে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরপরই ভিন্ন কারণে সংবাদ শিরোনাম হয়েছিলেন মিচেল মার্শ।
বিয়ার হাতে ট্রফির ওপর পা তুলে উদযাপন করছেন মার্শ-এমন ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিশেষ করে ভারতীয় সমর্থকদের শিরোপার স্বপ্নভঙ্গের ‘কাটা গায়ে নুন’ঢেলে দিয়েছে যেন মার্শের এমন ভঙ্গির পোজ। অনেকের মতে, সীমা ছাড়িয়ে গেছেন।
এবার মিচেল মার্শের নামে মামলা করেছেন পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট। তার অভিযোগ, মার্শ পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রেখে ছবি তুলে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন। কেশবের বিশ্বাস, বিশ্বকাপ ট্রফিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কেও অপমান করা। এজন্য থানায় এফআইআর দায়ের করেছেন উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেশব এফআইআরের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। একই সঙ্গে দাবি জানিয়েছেন, মার্শকে যেন ভারতের মাটিতে আর কোনো সময় খেলার অনুমতি দেওয়া না হয়।
মার্শের এমন আচরণে ব্যথিত হয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি অত্যন্ত হতাশ। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই; সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা কখনোই সমর্থনযোগ্য নয়।
ভারতের মাটিতে ফেভারিট ভারতকে হারিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ট্রফি নিয়ে স্বভাবতই ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সবাই উৎসবে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে একাধিক ছবি। তবে সব ছাপিয়ে বিতর্ক হচ্ছে মার্শের পায়ের নিচে রাখা বিশ্বকাপ ট্রফির এই ছবিটি ঘিরে।
যদিও বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্শ নিজেও মুখ খোলেননি। তবে একাংশের বক্তব্য, অতীতে বিশ্বের অনেক তাবড়-তাবড় ক্রীড়াবিদ ট্রফির ওপর পা রেখেছেন।