৮ বিভাগের খবর

সিএনজি স্ট্যান্ড দখলে ৪ খুন হবিগঞ্জে

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫) ও সিরাজ মিয়া (৫০)। হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া (৫০) নামে অপর একজন। সিলেট নেয়ার পথে মারা যান আনু মিয়া নামে আরও একজন।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া এবং অটোরিকশার চালক আব্দুল কাদিরের মধ্যে স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া। সিলেট নেয়ার পথে মারা যান আনু মিয়া (৫২) নামে আরও একজন। এলাকাটি হাওর বেস্টিত দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছাতে দেরি হয়। এ সুযোগে সংঘর্ষ চলাকালে বাড়িঘর দোকানপাটে ব্যাপক লুটপাট চালায়।

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button