খেলা

আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের খেলা

 

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতলেও সুপার এইট পর্বে এখন পর্যন্ত দুইটি খেলে দুইটিতেই হেরেছে বাংলাদেশ দল। এতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ টাইগারদের। গ্রুপের বাকি তিন দলের জয়-পরাজয়ের জটিল সমীকরণে কিছুটা সুযোগ থাকলেও তার সম্ভাবনাও খুব কম।

তবে শেষ আটে অন্তত একটি জয়ের জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সুপার এইটে একমাত্র জয়ের আসায় একাদশে আসতে পারে এক পরিবর্তন।মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টের স্লো পিচে ম্যাচ হওয়ায় আগের ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ নেই। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান বেশ খরুচে হলেও এ মাঠে কাজে দেবে তার স্লোয়ার। ওপেনার তানজিদ হাসান তামিমের বদলে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এছাড়া স্পিনার শেখ মেহেদীর বদলে দলে ফিরতে পারেন পেসার শরিফুল ইসলাম।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button