অপরাধ

দুর্গাপূজায় নাশকতার ঘটনা ৩৫টি-১১ মামলা: আইজিপি

 

 

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

এ সময় আইজিপি বলেন, পূজা পালনে কিছু চ্যালেঞ্জ এবং শঙ্কা থাকলেও সরকার পাশে ছিল। এবার পূজা আরও বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে। সব ধর্মের মানুষের উৎসব পালন সংবিধান স্বীকৃত। এবারের পূজায় ছোট কিছু ঘটনা ঘটেছে। প্রায় সময়ই এমন হয়। মুসলমানদের উৎসবেও এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।ময়নুল ইসলাম বলেন, যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাদের সবার রেকর্ড পুলিশের কাছে আছে।

সবাইকে আইনের আওতায় আনা হবে।তিনি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button