৮ বিভাগের খবর

এস-আলমের অর্থপাচারকারী সুজন ভারত পলায়নকালে গ্রেফতার

 

 

 

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক সুজন কান্তি দে’র (৪৪) বিরুদ্ধে এস আলম গ্রুপের অর্থপাচারে সহায়তার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ২৫ অক্টোবর বিকেল ৫টার দিকে তাকে আখাউড়া বন্দরে আটক করা হয়।আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম দৈনিক সত্যকথা প্রতিদিন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটক সুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের বাসিন্দা। আনোয়ারা থানার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা আছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান মো. খাইরুল।

পুলিশ জানায়, আটক সুজন গত ২৩ বছর ধরে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডে সিনিয়র ডেলিভারি অফিসার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ঘনিষ্ঠভাজন হয়ে ওঠেন এবং তাকে অর্থপাচারে সহায়তা করতেন বলে অভিযোগ আছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button