অপরাধ

ফেসিস্ট তৌহিদ পুলিশের কব্জায়-একাই ২৮ গুলি ছুড়েছিল

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক ‘যুবলীগ’ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। পুলিশ বলছে, গত ৪ আগস্ট চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর একাই ২৮টি গুলি ছোড়েন তৌহিদুল।গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) রইস উদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তারা কোনো তথ্য খুঁজে পায়নি। এক প্রশ্নের জবাবে রইছ উদ্দিন বলেন, তৌহিদুলের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

তিনি বলেন, তৌহিদুলের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। যার মধ্যে পাঁচটি খুনের। বাকি মামলাগুলো সহিংসতা, চাঁদাবাজি, মাদক ও ডাকাতির।পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ৪ আগস্ট তৌহিদুল চাদগাঁও এলাকায় ‘পাকিস্তানি শুটার গান’ ব্যবহার করে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button