আন্তর্জাতিক

সব বিচারালয়ের নিরাপত্তা চেয়ে সরকারকে কড়া বার্তা প্রধান বিচারপতির

 

 

 

কোর্ট রিপোর্টার : বিচারালয়ে একের পর এক অপ্রীতিকর ঘটনার অবশেষে প্রধান বিচারপতি দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন সরকারকে। ইতিমধ্যে দেশের বিভিন্ন আদালতে ডিম নিক্ষেপ, জুতা নিক্ষেপসহ মারধরের মত ঘটনাও ঘটেছে। সর্বশেষ হাইকোর্টের বিচারপতির আশরাফুল কামালকে ডিম ছুঁড়ে এজলাশ থেকে নামানোর ঘটনার পর প্রধান বিচারপতি আর চুপ থাকতে পারেনি। যদিও এখনও ওই ডিম নিক্ষেপকারী কথিত আইনজীবীদের ধরতে পারেনি কর্তৃপক্ষ। এসব প্রেক্ষাপটে প্রধান বিচারপতি কড়া নির্দেশনা দিলেন সরকারকে।

বাংলাদেশের সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত, বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার ২৯ নভেম্বর সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতগুলোতে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট থেকে এর আগে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল। রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম।

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখতে দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমেঅনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button