স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ছয় বছর পর আবারো সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগাররা। এই জয়ে অবদান রেখে দলের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করেছেন শামীম হোসেন। তিনি শেষ দিকে ১৭ বলে দুর্দান্ত ৩৫ রান করেন।
লো স্কোরিং ম্যাচটিতে শামীমের ইনিংস ছিল ম্যাচের গতিপথ পাল্টে দেয়ার মূল কারণ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের পক্ষে চলে আসে। ম্যাচশেষে তার এই পারফরম্যান্সের জন্য অধিনায়ক লিটন দাসের ভূয়সী প্রশংসা পেয়েছেন শামীম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।
লিটন আরও বলেন, বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।
এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ দল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি সিরিজ জেতায় খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকরাও উচ্ছ্বসিত। শামীম হোসেনের মতো তরুণ প্রতিভার উত্থান ভবিষ্যতের জন্য বাংলাদেশ দলের শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলে আশা করা যায়।