৮ বিভাগের খবর

বন্ধুত্ব চাইলে তিস্তার পানি ছাড়েন দাদাগিরি বন্ধ করেন: ভারতকে ফখরুলের হুঁশিয়ারি

 

“তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

স্টাফ রিপোর্টার : বন্ধুত্ব চাইলে দাদাগিরি বন্ধ করেন, তিস্তার পানি ছাড়েন নইলে বন্ধুত্ব নয় বলে ভারতকে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করুন। আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করুন। আমরা আমাদের পাওনা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে বন্ধুত্বের চোখে দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমাদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “এবার বাঁচা-মরার আন্দোলন। যে কোনো মূল্যে তিস্তার পানি আমাদের নিতে হবে। তিস্তা বাঁচানোর ডাক আমাদের অন্তরের ডাক। আমরা ১৫ বছর ধরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের নেতাকর্মীরা লড়াই করেছে, ৩৬ দিনের গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করা হয়েছে। অথচ ভারত একদিকে আমাদের পানি দেয় না, অন্যদিকে হাসিনাকে দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। সেখান থেকেই তিনি আওয়ামী লীগ নেতাদের হুকুম দিয়ে যাচ্ছেন।”

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “তিস্তা নিয়ে আপনাদের মুখ খুলতে হবে। ভারতকে স্পষ্ট জানাতে হবে যে, আমরা পানির ন্যায্য হিস্যা চাই। আর যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় সোচ্চার। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে এই আন্দোলন কোনোভাবেই থেমে যাবে না।”

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button