অর্থনীতি

রমজানে বসুন্ধরা ট্রয়লেট্রিজে ৪০ শতাংশ ছাড়

 

 

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজের চলছে বিশেষ মেলা। বসুন্ধরা টয়লেট্রিজের উদ্বোধনী অফার হিসেবে রমজান মাসজুড়ে প্রয়োজনীয় টয়লেট্রিজ সব পণ্যের ওপর মিলছে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ এবং বাজার এলাকায় চলমান বিশেষ মেলা থেকে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে মসজিদ ও ইসলামিক রিসার্চ সেন্টারের সামনেসহ সারাদেশের জেলা শহরের বিভিন্ন মসজিদের সামনে এই ছাড়ে পণ্য বিক্রি শুরু হয়।

এদিকে বিশেষ ছাড়ে পণ্য পেয়ে ক্রেতারাও ব্যাপক খুশি। আজ জুমার নামাজের পর ইসলামিক রিসার্চ সেন্টারের সামনে সরেজমিনে দেখা যায়, বসুন্ধরা টয়লেট্রিজের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার বিভিন্ন আইটেমর পণ্য নিতে ক্রেতা হুমড়ি খেয়ে পড়েছেন। বিশেষ করে বিভিন্ন প্রকারের টিস্যু, মশার কয়েল ও স্প্রে, ডিটারজেন্ট, এয়ার ফ্রেসনার, টুথপেস্টসহ বিভিন্ন প্রকার আইটেম নিচ্ছেন তারা।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button