অপরাধ

‘গণহত্যায় ধরা খাচ্ছে হাসিনা’

চিফ প্রসিকিউটর বলেন, ‘পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি।

কোর্ট রিপোর্টার : গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ‘পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এখন চলছে পর্যালোচনা। যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, শুধু একবার নয় একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য-প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়। তাই সুযোগ নেই পার পাওয়ার।শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। যার জবাব এখনও মেলেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার।গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button