৮ বিভাগের খবররাজনীতি

জুলাই আন্দোলনের আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। এসব মামলায় গ্রেপ্তারে পূর্ব অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জারি করা আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। 

কোর্ট রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসব মামলায় গ্রেপ্তারে পূর্ব অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জারি করা আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। পাশাপাশি আদালত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করে বাতিল করা হবে না জানতে রুল জারি করেছেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দৈনিক সত্যকথা প্রতিদিন কে এসব তথ্য নিশ্চিত করেন। গত ৯ এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেপ্তার করতে হবে। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

সংশ্লিষ্ট খবর

Back to top button