গাজী ভবন শপিং সেন্টার দোকান মালিক সমিতির অভিষেক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আমদানিকৃত বিদেশি পণ্যের অন্যতম বৃহৎ মার্কেট রাজধানী ঢাকার নয়া পল্টনস্থ ‘ ‘গাভীভবন শপিং সেন্টার’ দোকান মালিক সমিতির অভিষেক ৫ জুলাই ২০২৫ গাজী ভবন মার্কেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অভিষেকে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী ভবনের স্বত্বাধিকারী গাজী জিয়া উদ্দিন আহমেদ,সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মাহবুবুল আলম ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম মানিক,সাবেক সভাপতি জিতু সরকার ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ) আহবায়ক খন্দকার এনামুল হক এনাম,জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর খান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মার্কেট কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেসার আহমেদ সরকার প্রমূখ।
সকাল ১১ টায় হাফেজ মাওলানা মোঃ মামুনুর রশীদের কোরআান তেলাওয়াতের মাধ্যদিয়ে নব নির্বাচিত কমিটির ২৩ সদস্যকে ফুলেল শুভেচছায় বরণ করা হয়। কমিটির সদস্যরা হলেন –সভাপতি মো: আবু বকর ছিদ্দিক, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আল-আমিন সহ-সভাপতি মো. নাদিম, মোহাম্মদ মামুন , হারুন আল রশীদ, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বিশ্বাস সবুজ, দিদার চৌধুরী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ছালেহ আহমেদ ভূঁইয়া, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সরকার, সমাজ কল্যাণ সম্পাদক মুকুল উদ্দিন প্রধান, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খান, সাংস্কৃতি সম্পাদক তাজুল ইসলাম টিপু, কার্যনির্বাহী সদস্য –এ কে এম মাহাবুবুল আলম খান, সিরাজ আহম্মেদ, কামরুল ইসলাম, রাশেদ আনসারী ও ওবায়দুর রহমান খান। শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামীমুর রহমান।
বিগতদিনে মার্কেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ১৯ জনকে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট। দুপুরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।