অপরাধ

সোহাগ খুনের রেশ না কাটতে ট্রিপল খুন ভালুকায়

নৃশংসভাবে সোহাগ খুনের রেশ না কাটতেই এবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৩ খুন হয়েছে। খুনীরা এক নারী ও তাঁর দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ভালুকা প্রতিনিধি : ঢাকায় নৃশংসভাবে সোহাগ খুনের রেশ না কাটতেই এবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৩ খুন হয়েছে। খুনীরা এক নারী ও তাঁর দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন ময়না বেগম (২৫), তাঁর সাত বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছর বয়সী ছেলে মো. নিরব।

পুলিশ জানায়, ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

রোববার রাতের কাজ শেষে আজ সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান সে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বাসার পাশের কক্ষে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত শুরু করছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, সন্দেহ করা হচ্ছে নিহতের দেবরকে। নিহতের দেবর নজরুল ইসলাম এর আগের একটি হত‍্যা মামলার অজ্ঞাত আসামি হয়ে ২ বছর জেল খেটেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের নানা তথ‍্য রয়েছে। তাকে ধরতে পারলে এই হত‍্যাকাণ্ডে মূল রহস‍্য বের হতে পারে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button