৮ বিভাগের খবর

কক্সবাজারে সত্য উন্মোচন বাধা দিলে বাধবে লড়াই:নাহিদ

‘দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই কারণে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে এক নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা আগেও বলেছি, বাধা দিলে বাধবে লড়াই

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, সার্বভৌমত্বের ভিত্তি। এই শহরের দিকে কেউ চোখ তুললে সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে।”রোববার রাত ৮টায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই কারণে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে এক নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা আগেও বলেছি, বাধা দিলে বাধবে লড়াই—আজও সেই কথা বলি।’এনসিপি ১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করে। চট্টগ্রাম অংশের পদযাত্রা শুরু হয় নগরের বহদ্দারহাট এলাকা থেকে, যেখানে গত বছর আন্দোলনে পাঁচজন নিহত হন। মিছিলটি মুরাদপুর ও ষোলশহর হয়ে বিপ্লব উদ্যানে এসে শেষ হয়।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ‘চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়নি। এটি এখন অবহেলা ও লুটপাটের শহরে পরিণত হয়েছে। এনসিপি এই ঐতিহাসিক শহরকে নতুনভাবে গড়ে তুলতে চায়।’দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও একটি কার্যকর রাষ্ট্র গঠন করতে পারিনি। আগের শাসকরা বিদেশে পালানোর ব্যবস্থা করেই ক্ষমতা চালিয়েছেন, কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে—তাই এই দেশ নিয়েই ভাবতে হবে।’

দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণ প্রতিনিয়ত সরকারি প্রতিষ্ঠানে হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করতে হবে।’নগরের ৪১টি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। যুব উইং, নারী উইং, ছাত্র সংগঠনের কর্মীরা সন্ধ্যার আগেই সভাস্থলে জড়ো হন। সমাবেশ ঘিরে বিপ্লব উদ্যানে কঠোর নিরাপত্তা ছিল, এমনকি নেতাদের অবস্থানকৃত হোটেলেও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button