রাজনীতি

‘জুলাই সনদের মতামত জানানোর শেষ সময় বুধবার দুপুর পর্যন্ত’

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যে বাধা আসবে।এর আগে, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে ভিন্নমত পোষণ করে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি।

বিশেষ প্রতিনিধি : রাজনৈতিক দলগুলোকে আগামী বুধবার দুপুরের মধ্যে জুলাই সনদের ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পর্যবেক্ষণের জন্য জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে এ সময় জানিয়েছেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়।’

তিনি বলেন, আলোচনা হচ্ছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।এর আগে রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন।

এসময় আলী রীয়াজ আরও জানান, সরকারী কর্মকমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সবদল একমত। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে অধিকাংশ দল একমত হলেও, বিএনপিসহ কয়েকটি দল একমত নন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যে বাধা আসবে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের পর এ মন্তব্য করেন তিনি। পরে আবার বৈঠকে যোগ দেয় দলটি।

এর আগে, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে ভিন্নমত পোষণ করে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি।পরে আবার বৈঠকে যোগ দিলে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর বৈঠক স্থগিত রেখে সবাই বেরিয়ে যান। সাময়িক স্থগিতের পর আবার শুরু হয় বৈঠক।

বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, সব প্রস্তাব নিষ্পত্তি করে ২ থেকে ৩ দিনের মধ্যে জাতীয় সনদ পেশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button