ছত্রিশ জুলাই-মোখলেস রহমান

ছাত্র-জনতা, শ্রমিক
গার্মেন্টস কর্মী
নারী, যুবা, কৃষক
চাকুরীজীবি, পেনশনভোগী
নারী সমিতি, পুরুষ সংগঠন
এনজিও কর্মী, একটিভিস্ট
সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী
শিল্পী-সাহিত্যিক,
ইউটিউবার, ফেসবুকার
পেশাজীবি, আইনজীবি, সুশীল সমাজ
এমনকি সামরিক-বেসামরিক কর্মচারী
মাদ্রাসার ছাত্র-ছাত্রী, প্রবাসী।
‘পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা’
এই একটা স্লোগানই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়
সরকার বেসামাল হয়ে যায়
আমাদের বিজয় সুনিশ্চিত হয়।
এদের সম্মিলিত প্রচেষ্টায়:
এরা সকলেই তখন ছিল নিরস্ত্র যোদ্ধা।
এরা সৈনিক নয় বরং এক এক জন সেনাপতি
উড়ে যাওয়া আবাবিল পাখির তোড়ে
অস্ত্রধারী ভয়ংকর সব বাহিনী ধরাশায়ী
তারা পতাকা ফেলে পালিয়ে গেল
জন্ম নিল পাঁচই আগষ্ট
জাতি পেল মুক্তির স্বাদ।
মসজিদের ঈমাম পালালো
ব্যাংকের গভর্নর পালালো
এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীও পালালো
পালালো না শুধু সাধারণ আর
অসাধারণ মানুষ
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী
শিক্ষক-শিক্ষয়িত্রী
ট্যাক্স পেয়ার
আর যারা দেশ প্রেমিক।
শহীদ আবু সাঈদ সহ সকল শহীদ
আর হাজার হাজার আহত যোদ্ধা
যারা সকলেই ছিল পতাকা ধারী
তাদের অনেকেই চাপ আর চাপাতির
নির্যাতন অগ্রাহ্য করে
লাল-সবুজের সেই আন্দোলনে সামিল ছিল
সেখানে লাখো মানুষের ভিড়ে
আমিও ছিলাম!!
ঢাকা
জুলাই ২০২৫